লক্ষীর ভান্ডার কিভাবে আবেদন করলে টাকা পাবেনই জেনে নিন
লক্ষীর ভান্ডার আবেদন করেও অনেকে এখনো টাকা পাচ্ছেন না, এমনটা হবার কারণ কি ? আজকে জানতে পারবেন, আসলে কি কি ডকুমেন্ট জমা করলে তাহলেই প্রথমবারেই লক্ষীর ভান্ডার আপনার হয়ে যাবে | রাজ্য সরকার লক্ষীর ভান্ডারের জন্য একটি নতুন পোর্টাল চালু করেছে কিন্তু সেই পোর্টাল থেকে এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার আবেদন করার তেমন কোনো সুবিধা নেই | বর্তমানে লক্ষীর ভান্ডার আবেদন করতে গেলে আপনাকে ‘দুয়ারে সরকার’ থেকেই আবেদন করতে হবে কিন্তু কি কি ডকুমেন্ট জমা করবেন সেটা জেনে নিন | তার আগে লক্ষীর ভান্ডার এখন মাসের প্রথম সপ্তাহেই ঢুকবে বলে জানিয়েছে রাজ্য সরকার |
আগে প্রতি মাসে রাজ্য সরকার অর্থদপ্তরের অনুমতি নিতো যার জন্য লক্ষীর ভান্ডার প্রতি মাসে দিতে দেরি হতো | কিন্তু এখন থেকে আর দেরি হবে না, অর্থদপ্তর জানিয়েছে এখন থেকে আর কোনো ছাড়পত্র নিতে হবে না, রাজ্য সরকার চাইলেই লক্ষীর ভান্ডারের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্কে ট্রান্সফার করে দিতে পারে | এবার আসি লক্ষীর ভান্ডার কারা আবেদন করতে পারবে- নুন্যতম ২৫ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত যে কোনো মহিলা (বিবাহিত ও অবিবাহিত) সবাই আবেদন করতে পারবেন |
প্রমাণপত্র হিসাবে আপনাকে প্রথমত, স্বাস্থ্যসাথী কার্ড নিতে হবে তবে এখন এই কার্ড না থাকলেও আবেদন করা যাবে, দ্বিতীয়ত, আধার কার্ড ( অবশ্যই আধার কার্ড আপডেট থাকতে হবে মনে রাখবেন ) তৃতীয়ত, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে ), চতুর্থ, ভোটার কার্ড ( দিলে ভালো হয়) পঞ্চম, ব্যাংকের পাশবই | মনে রাখবেন যে ব্যাঙ্কের বই জমা করবেন সেই ব্যাঙ্কের পাশবই যেন ( KYC ) করা থাকে | আধার কার্ড অবশ্যই আপডেট হতে হবে ( আধার কার্ডে অবশ্যই মোবাইল নম্বর লিংক করে রাখবেন যদিও এটার সাথে লক্ষীর ভান্ডারের কোনো সম্পর্ক নেই কিন্তু করলে ভালো হয় ) | নতুন নিয়মে এখন সাধারণ মহিলাদের মাসে ১০০০ টাকা ও তপশীলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য ১২০০ করে টাকা দিচ্ছে রাজ্য সরকার | আগামী দিনে খুব তাড়াতাড়ি লক্ষীর ভান্ডার পুরোপুরি অনলাইন চালু হয়ে যাবে বলে খবর আছে | আর আপনাকে দুয়ারে সরকারের জন্য অপেক্ষা করতে হবে না |