মাধ্যমিক সার্টিফিকেট সংশোধন এখন আরো সহজ
জীবনের সব থেকে বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা | সবারই স্বপ্ন থাকে এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করা; যেন কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখা কিন্তু তার পরেও দেখা যায় অনেক ধরা পরে, তার জন্য খেসারত দিতে হয়, ভুগতে হয় নিজেকে | তাই অনেকেই মনে করেন যে ভুল মাধ্যমিক পরীক্ষায় হয়েছে সেটা আর ঠিক করা যাবে না বলে অনেকেই ওইরকমই রেখে দেয় নিজের সার্টিফিকেটগুলি | কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল | আজকে জানতে পারবেন কিভাবে নিজের মাধ্যমিকের সার্টিফিকেটে ভুল থাকলে সেগুলি নিজেই সংশোধন করতে পারবেন | তার জন্য এই নিয়মগুলি লক্ষ্য করুন, প্রথমে জেনে রাখুন মাধ্যমিক সার্টিফিকেটে কোনো ভুল থাকলে সেটি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন থেকে সংশোধন করতে পারবেন | তার জন্য আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে যেটি আপনি অনলাইন বা বোর্ড থেকে বিনামূল্যে পেয়ে যাবেন | তবে অনলাইন থেকে ডাউনলোড না করে বোর্ড থেকে নিয়ে আসায় ভালো কারণ বোর্ড থেকে নিয়ে আসলে আপনাকে বোর্ড থেকে সিরিয়াল নম্বর ও একটি সিলমোহর দেবে | এই ফরমটি আপনি বোর্ড থেকে নিয়ে আসবেন |
মাধ্যমিক সার্টিফিকেটে নিজের নাম, বাবার নাম, নিজের ও বাবার পদবি, জন্ম তারিখ সব কিছু আপনি সংশোধন করতে পারবেন | তার জন্য আপনাকে নির্দিষ্ট ডকুমেন্ট জন্ম করতে হবে | যদি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনাকে জন্মের সার্টিফিকেট জমা করতে হবে তা ছাড়াও এই সমস্ত কিছু প্রক্রিয়া চলাকালীন আপনার ভর্তির তারিখ রেকর্ড সমস্ত কিছু আপনার স্কুল ও স্কুলের ইন্সপেক্টর ইন চার্জ ইনকোয়ারি করে দেখবে তার পরেই স্কুল থেকে (DI /ADI) এই ফরমটি নিয়ে গিয়ে আপনি বোর্ডে জমা করতে পারবেন | আপনার স্কুল থেকে কাউন্টার স্বাক্ষর করতে হবে ওই ফর্মে, এটা মনে রাখবেন | আপনি সব কিছুই সংশোধন করতে পারবেন যা যা আপনার ভুল আছে কিন্তু একটাই কথা আপনাকে তার জন্য উপযুক্ত প্রমান দিতে হবে | বোর্ডে ফর্ম জমা করার ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে |
আগে ১ মাস বা তার বেশি সময় লাগতো কিন্তু এখন বিভিন্ন অভিযোগ জমা পড়ার পরে বোর্ড এই নতুন সিদ্ধান্ত নিয়েছে | এবার আসা যাক কত টাকা লাগতে পারে এই নাম বা জন্ম তারিখ সংশোধন করার জন্য আগে এই সব কিছু করতে ৫০ টাকা ও ১০০ টাকা চালান কাটলেই হয়ে যেত কিন্তু এখন বোর্ড নতুন নিয়ম করেছে | আপনাকে প্রতিটি সংশোধনের জন্য আলাদা আলাদা করে ১০০০ টাকা ব্যাঙ্ক চালান কাটতে হবে | সেটা আপনি ওই ফর্ম জমা করার সময় ওই চালানটিও জন্ম করবেন | বাকি কোনোরকম সমস্যা হলে আপনি অফিসে জানাবেন ওরা আপনাকে সাহায্য করবে |
বিশদ জানতে ক্লিক করুন –