WEST BENGAL CENTRALISED COLLEGE ADMISSION 2024
সারা রাজ্যে সেন্ট্রিয়ভাবে (WBCAP) কলেজগুলিতে ভর্তি শুরু হয়েছে, চূড়ান্ত পর্যায়ের ভর্তির শেষ তারিখ হলো আগামী ৬ অগাস্ট ২০২৪ I কলেজে ফর্ম ফিলাপ করার তার প্রিন্ট আউট, পেমেন্ট করার পর প্রিন্ট আউট, ও প্রভিশনাল এডমিশন কনফার্মেশন সার্টিফিকেট এই তিনটি অবশ্যই কলেজের নির্দিষ্ট দিনে গিয়ে ভেরিফিকেশন করতে হবে | কোন সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হয়েছেন,সেই কলেজ তাদের নিজস্ব পোর্টালে কবে কোন দিন কার ভেরিফিকেশন হবে তার তাৰিখন ও সময় উল্লেখ করেছে | তাই অবশ্যই দেখে নির্দিষ্ট দিনে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে নইলে আপনার ভর্তি বাতিল হতে পারে | ফর্ম ফিলাপ করার সময় যে ডকুমেন্টগুলি আপনি দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্ট একটা করে জেরক্স ও আসল কপি কলেজ নিতে যেতে হবে |
যেগুলি সঙ্গে করে নিয়ে যাবেন- (১) মাধ্যমিকের মার্কশীট জেরক্স ও আসল কপি (২) উচ্চমাধ্যমিকের মার্কশীট ও আসল কপি (৩) মাধ্যমিকের এডমিট কার্ড জেরক্স ও আসল কপি (৪) আধার কার্ড জেরক্স ও আসল কপি (৫) কাস্ট সার্টিফিকেট (SC/ ST/OBC) জেরক্স ও আসল কপি (৬) i) Form Fillup Copy ii) Provision Admission Receipt iii) Provision Admission Confirmation Certificate | প্রতি কলেজের তাদের নিজস্ব পোর্টালে এইসব তথ্য তুলে দেওয়া আছে, কার কোন দিন গিয়ে কলেজ ভেরিফিকেশন করতে হবে | কবে থেকে ক্লাস শুরু হবে সেটা কিন্তু প্রভিশনাল এডমিশন কনফার্মেশন সার্টিফিকেটে দেওয়া আছে | যদি কোনো ছাত্র বা ছাত্রী তার নির্দিষ্ট দিনে ভেরিফিকেশন করতে না পারে তার জন্য সে সেই কলেজ গিয়ে পরবর্তীতে ভেরিফিকেশন করে নিতে পারবে, এই জন্য সে কলেজের পোর্টালে নোটিশ অনুসরণ করবে | কলেজে গিয়ে ভর্তি হয়ে আসার পরেই অনলাইন চেক করলে দেখতে পারবে ভর্তি ফাইনাল হলো কিনা যদি না হয় তাহলে অতি শীগ্রই কলেজে জানাতে হবে | ভর্তি সম্পূর্ণ হলে অনলাইন চেক করলে দেখতে পারবেন যে যখন আপনি লগইন করবে দেন পাশে দেখবেন প্রেফারেন্স লিস্টে সেখানে (Alloted ) এই লিখাটি আর দেখা যাবে না , তাহলেই বুজবেন আপনার ভর্তি সঠিকভাবে হয়ে গেছে চিন্তার কিছু নেই | পরবর্তীতে আপনি অনলাইন থেকে ভর্তি হওয়ার একটি Final Admission Certificate ডাউনলোড করতে পারবে তার জন্য আপনাকে অনলাইন চোখ রাখতে হবে |
নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন এই পোর্টালে- Click Here