ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ২০২৫ সালের জানুয়ারিতেই দিতে চায় রাজ্য এক সেট করে

student

সব জেলার পড়ুয়ারা দুই সেট করে ইউনিফর্ম পাবে ঘোষণা করেছিল রাজ্য

গত তিন বছর ধরে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দিচ্ছে রাজ্য সরকার কিন্তু প্রতিবারই শিক্ষাবর্ষের অর্ধেক সময় শেষ হওয়ার পর পোশাক হাতে পায় পড়ুয়ারা। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর থেকে শিক্কাবর্ষের শুরু থেকেই পড়ুয়াদের অন্তত এক সেট করে ইউনিফর্ম তুলে দিতে চাইছে সরকার। তার জন্য চলতি বছরের অক্টোবর থেকেই ইউনিফর্ম তৈরির কাপড় সংগ্রহের প্রক্রিয়া শুরু করে দিতে চায় পঞ্চায়েত দপ্তর। এমনভাবে কাজ করতে বলা হয়েছে,যাতে জানুয়ারী মাসে স্কুল খুললেই নতুন বইয়ের সঙ্গে নতুন পোশাকও পেয়ে যায় ছাত্রছাত্রীরা। এইবছর যেই পরিমান কাপড় লেগেছে,সেই হিসেবে ধরেই প্রথম ধাপের কাপড় সংগ্রহ করে পাঠানো হবে।

পরবর্তীকালে আরো কাপড় লাগলে তা সংগ্রহ করে আবার পাঠানো হবে। চলতি বছরে অনেকগুলি জেলাকে এক সেট করে ইউনিফর্ম দেওয়া হয়েছে। কিছু জেলা এখনো বাকি আছে। দ্বিতীয় সেটের ইউনিফর্ম দেওয়া এখনো বাকি আছে অধিকাংশ স্কুলে। পঞ্চায়েত দপ্তরের নির্দেশ, এমাসের মধ্যেই ইউনিফর্ম বিলির কাজ শেষ করতে হবে। কিন্তু রিপোর্ট বলছে,পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে প্রথম সেটের ইউনিফর্ম অনেকটাই বাকি রয়েছে। সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে কলকাতা। এখানে কাপড় কাটা ও সেলাইয়ের কাজ এখনো শেষ হয়নি।

জেলায় ১২% ইউনিফর্ম পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে,কোচবিহার,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর সব পড়ুয়া এক সেট করে পোশাক পেয়ে গিয়েছে। তবে এখনো বেশির ভাগ জেলাতেই দ্বিতীয় সেটের ইউনিফর্ম দেওয়া বাকি আছে। দপ্তর আশা করছে,চলতি মাসে না হলেও সামনে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পোশাক বিলির কাজ শেষ হয়ে যাবে। উল্লেখ্য, রাজ্য সড়কের রাজ্যের সমস্ত জেলার স্কুলগুলিকে দুই সেট করে ইউনিফর্ম বা পোশাক দেওয়ার কথা ঘোষণা করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top