কলেজে ভর্তির জন্য ১০০% প্রোফাইল তৈরী থাকবে সবার
এই বছর প্রথম রাজ্য তথা সারাদেশে সেন্ট্রালিভাবে কলেজে ভর্তির ফর্ম ফিলাপ শুরু হয়েছে, এই প্রথম রাজ্যে এইভাবে ফর্ম ফিলাপ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে (Centralised College Admission) কিন্তু অনেকের মধ্যে অংকে প্রশ্ন এখনো উঁকি দিচ্ছে যে তার ফর্ম ফিলাপ ভুল হয়েছে কিনা, বা তার ফর্ম বাতিল হবে কিনা, কিভাবে বা জন্য যে তার নাম সিলেক্ট হয়েছে? কোন কলেজে আবেদনকারীর নাম সিলেক্ট হয়েছে সেটাও কিভাবে জানতে পারবে একটি ছোট জিনিস লক্ষ্য করলেই বুজতে পারবেন, আপনার ফর্ম ফিলাপ ঠিক হয়েছে সেটা কি , সম্পূর্ণভাবে ফর্ম ফিলাপ অনলাইন করার পর সাথে কলেজ সিলেক্ট করার পর মানে প্রেফারেন্স করার পর যদি আপনার প্রোফাইল ১০০% কমপ্লিট দেখায় তাহলেই আপনি ধরে নেবেন আপনার ফর্ম ফিলাপ ঠিক হয়েছে |
তা ছাড়াও আপনাকে দেখতে হবে আপনার সম্পূর্ণ ফর্ম ফিলাপ ১০০% হলেও আপনি কি কি ডকুমেন্ট আপলোড করেছেন, এবার দেখে নিন সেই তালিকাগুলি (১) আধার কার্ড বা ফটো আইডেন্টিটি কার্ড (২) মাধ্যমিকের মার্কশীট (৩) উচ্চমাধ্যমিকের মার্কশীট (৪) কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) (৫) মাধ্যমিকের এডমিট কার্ড (৬) উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (৭) ব্যাঙ্কের পাসবুক এই সমস্ত কিছু ডকুমেন্টের একটাও ভুল থাকলে চলবে না | এই সমস্ত ডকুমেন্ট আপনাকে ভালো করে পরিষ্কার স্ক্যান করে পিডিএফ করে আপলোড করতে হবে |
মনে রাখবেন, ১০০% যেন থাকে আপনার প্রোফাইল এটা কিভাবে দেখবেন পোর্টালে (wbcap.in) গিয়ে নিজেই লগইন করবেন নিজের ইমেল ও পাসওয়ার্ড দিয়ে তাহলেই সামনেই ভেসে উঠবে | ১২ জুলাই সবার মেরিট লিস্ট প্রকাশিত হবে ও আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নাম্বারে মেসেজ আসবে, তখনি আপনি বুজতে পারবেন যে আপনি কোন কলেজে (Allotment) কোন বিষয়ে সিলেক্ট হয়েছেন | তখন আপনার পছন্দের কলেজে ভর্তির জন্য এই পোর্টালে (wbcap) ফী পেমেন্ট করতে হবে ও নির্দিষ্ট কলেজে গিয়ে জমা করতে হবে পেমেন্ট রিসিপ্ট |