এন আর সির জন্য জাতীয় ডেটাবেস তৈরী করছে কেন্দ্র সরকার, আসছে নতুন নিয়ম

nrc

সি এ এ’র পরেই দেশে এন আর সি শুরু করবে মোদী ?

কেন্দ্রের নতুন নিয়মে এখন থেকে সব সন্তানের জন্মের শংসাপত্রে বাবা ও মায়ের ধর্মের নাম আলাদা করে উল্লেখ থাকবে | আগে এরকম ছিল না শুধু পরিবার হিন্দু নাকি মুসলিম এরকম উল্লেখ থাকতো কিন্তু এখন পিতা ও মাতার নাম উল্লেখ থাকছে এরকমই ফরমান জারি করেছে মোদী সরকার | রাজনীতিবিদরা মনে করছে কেন্দ্র সরকার এন আর সি’র প্রস্তুতি শুরু করেছে অন্দরে | সরকারের এরকম প্রস্তুতিতে বিপক্ষ পার্টির নেতারা এর ঘোর বিরোধিতা করেছে | ইতিমধ্যেই দেশে ১১ মার্চ ২০২৪ সি এ এ চালু করেছে, যার আবেদন অনলাইন চলছে | কিন্তু কেন্দ্র সরকার এবার সারা দেশে বা দেশের কোনো একটি রাজ্যে এন আর সি চালু করতে এই প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে বিরোধীরা | মনে রাখবেন ‘সি এ এ’ চালু হয়েছে মানে এন আর সি হবে কারণ যদি এন আর সি হওয়ার সম্ভাবনা না থাকতো তাহলে সি এ এ চালু করা হতোই না |

তার মনে মনে কেন্দ্র সরকার এন আর সি চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে বিরোধীরা মনে করছে | স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, জন্ম ও মৃত্যু উভয় ক্ষেত্রেই একটি জাতীয় ডেটাবেস তৈরী করা হবে | সেই সব তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশন,আধার কার্ড,রেশন কার্ড,ভোটার তালিকা,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স,ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এন পি আর ) সহ বিভিন্ন জায়গায় | এই জন্য গত বছর ২০২৩ সালে লোকসভায় রেজিস্ট্রেশন অফ বার্থস এন্ড ডেথস (সংশোধিত) বিল পাশ করিয়েছে মোদী সরকার |
এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে জন্মের শংসাপত্র একমাত্র নথি হিসাবে নেওয়া হবে বলে জানানো হয়েছে | আধার কার্ডে ইতিমধ্যেই জানানো হয়েছে জন্মের প্রমান হিসাবে আপনি আধার কার্ডে থাকা জন্ম তারিখ দেখতে পারবেন না, আপনাকে আলাদা করে জন্মের শংসাপত্র দেখাতেই হবে | ভোটের কার্ডে জন্মের প্রমাণও কোনো কাজে লাগবে না | একমাত্র জন্ম শংসাপত্র জন্মের প্রমান হিসাবে নেওয়া হবে | এর জন্য বিরোধীরা সুর চড়িয়েছে যে, কেন্দ্র সরকার ঘুরপথে আবার এর আর সি’র প্রস্তুতি নিচ্ছে | লোকসভা ভোটের পরেই হতে পারে এন আর সি’র ফরমান করতে পারে মোদী সরকার | কিন্তু লোকসভা ভোটের পরে প্রথমে জাতীয় গনগণনা হবে (এন পি আর ) তার পরেই এন আর সি নিয়ে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে |

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top