রাজ্যের ছেলেমেয়েদের ভর্তির জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড | ২০২৪ সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে | রাজ্যের ANM & GNM 2024 পরীক্ষার সমস্ত কিছু বিস্তারিত বলা আছে এই বিজ্ঞপ্তিতে | জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী এবার পরীক্ষা হচ্ছে আগামী ১৪ এপ্রিল, রোজ রবিবার, তবে বোর্ড চাইলে পরীক্ষার দিন বদল হতে পারে | পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায় আর শেষ হবে দুপুর ১ টা ৩০ মিনিটে | এই পরীক্ষার সিলেবাস হচ্ছে জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান,ইংরেজি,গণিত,সাধারণ জ্ঞান,লজিকাল রিজনিং | এইসব সিলেবাস থেকে প্রশ্ন আসে মোট ১০০ টি প্রশ্ন থাকে যার পূর্ণমান হলো ১১৫, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিন্তু মনে রাখবেন |
এই পরীক্ষার যারা আবেদন করবেন অবসসই একজন ভারতীয় হতে হবেআর সেই সংগে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে | উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে | একইভাবে আবেদনকারীকে ৩১ জুলাই ২০২৪ সালের তারিখ অনুযায়ী নুন্যতম ১৭ বছর হতে হবে |পরীক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম,বাবা ও মায়ের নাম,জন্ম তারিখ, নিজের মোবাইল নম্বর,ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে | আবেদন করার সময় সাম্প্রতিক তোলা পাসপোর্ট ছবি ও পরিষ্কার সাদা কাগজের উপর নিজের সই করতো হবে ও অনলাইন আপলোড করতে হবে | আপলোড করার ছবির সাইজও অবশ্যই ১০ থেকে ২০০ কেবির মধ্যে হতে হবে | সিগনেচার হতে হবে ৪ থেকে ৩০ কেবির মধ্যে |
এছাড়া আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ঠিকানা,লিঙ্গ, সব কিছু ভালো করে পূরণ করতে হবে | একবার সাবমিট হয়ে গেলে পুনরায় সেটা আর সংশোধন করা যাবে না | এই পরীক্ষার জন্য তপশিলি জাতি,উপজাতি,ওবিসি ও আর্থিক অনগ্রসর শ্রেণীর জন্য ৩০০/ টাকা আর সাধারণ শ্রেণীর জন্য ৪০০ টাকা ফি অনলাইন জমা করতে হবে | এই পরীক্ষার অনলাইন আবেদন চলবে ২১ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ২০২৪ | এই পোর্টাল থেকে পরিক্ষার্থীরা আবেদন করতে পারবে – Click Here
ছেলে ও মেয়ে সবাই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, বয়সের কোনো উর্দ্ধসীমা নেই | তাড়াতাড়ি আবেদন করুন বছরে একবার শুধু আবেদন করা যায় এই পোর্টাল থেকে |