উচ্চমাধ্যমিকের মার্কশীট দুইদিন পর ও মাধ্যমিকের সেদিনেই মিলবে
শেষমেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের অফিসিয়াল দিনক্ষণ প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ | মাধ্যমিক পরীক্ষার দিনেই দেবে মার্কশীট ও সার্টিফিকেট কিন্তু উচ্চ মাধ্যমিকের দেবে দুইদিন পরে | ২ মে সকাল ৯ টায় সংবাদিক বৈঠক করে ফল প্রকাশের পরে তা পৌনে ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে | অনেকগুলি ওয়েবসাইটে আছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি ওয়েবসাইটে হলো i) www.wbbse.wb.gov.in ii) wbresults.nic.in |
ওইদিনই সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল থেকে সার্টিফিকেট ও মার্কশীট নিতে পারবেন নিজ নিজ স্কুল থেকে | অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ৮ মে দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরে ছাত্রছাত্রীরা বিকেল ৩ টা থেকে উপরোক্ত ওয়েবসাইটগুলি থেকে নিজের রেজাল্ট দেখতে পারবেন |
তবে তারা মার্কশীট ও সার্টিফিকেট হাতে পাবেন ১০ তারিখ থেকে নিজের স্কুল থেকেই | তার পর কিছু ভুল মনে হলে ১০ মে থেকে ১৩ মে স্কুটিনির জন্য সংসদের পোর্টালে আবেদন করা যাবে | আর সাধারণ স্কুটিনির জন্য আবেদন করা যাবে ২৫ মে পর্যন্ত |