১০০ দিন (জব কার্ড) কাজের বদলে রাজ্যে কর্মশ্রী প্রকল্প শুরু
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে রাজ্যে ১০ দিনের কাজ আটকে রয়েছে কয়েকবছর থেকে, তার জন্য রাজ্য সরকার বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকারই এবার গ্রামের মানুষদের জন্য কাজের ব্যবস্থা করবে তাই রাজ্য সরকার ‘কর্মশ্রী’ নামে একটি ৫০ দিনের কাজের প্রকল্প ঘোষণা করেছিল | এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় কয়েক লক্ষ মানুষদের কাজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে |
এবার ৫০ দিনের জায়গায় আরো ১০ দিন বাড়িয়ে ৬০ দিনের প্রকল্প ঘোষণা করা হলো | ১০০ দিনের কাজের টাকা গত ৩ বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, যদিও কেন্দ্রীয় সরকারের অভিযোগ রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকার কোনো হিসেবে দেয়নি |
তাই রাজ সরকার ইতিমধ্যেই রাজ্যের প্রায় কয়েক লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছেন | রাজ্যে ‘কর্মশ্রী’ প্রকল্প যার মাধমে রাজ্য সরকার মানুষের এখন ৫০ দিন থেকে ৬০ দিনের কাজ বাস্তবায়ন করে | জব কার্ড হোল্ডাররা যে টাকা পেতেন সেই টাকায় পাবেন এই ‘কর্মশ্রী’ প্রকল্পে | সরকারি তথ্য বলছে, এখনো পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন | টের জন্য রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে |