সন্তানের জন্ম শংসাপত্রে পিতা মাতার ধর্ম উল্লেখ থাকবে নতুন নিয়মে
সন্তানের জন্ম শংসাপত্রে এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ থাকলেই চলতো কিন্তু এবার মোদির নতুন ফরমান জারি হলো, এই নতুন ফরমানে এবার থেকে সন্তানের জন্ম শংসাপত্রে পিতা ও মাতার আলাদা আলাদা করে ধর্ম উল্লেখ থাকবে, অর্থাৎ পিতার ধর্ম কি মাতার ধর্ম কি সেটা এবার আলাদা করে লিখা থাকবে সন্তানের শংসাপত্রে | এমন দেখা যায় যে পিতা মুসলিম কিন্তু মাতা হিন্দু তারা বিয়ে করেছে সেটা এখনো পর্যন্ত কোনো সরকারি ডকুমেন্টে লিখা থাকতো না কিন্তু সেটা এবার হতে চলেছে সন্তানের জন্ম শংসাপত্রে | এবার থেকে জানা যাবে সন্তানের বাবা ও মায়ের ধর্ম কি ছিল বিয়ের আগে |
এই নিয়ে তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক | এখন থেকে এন আর সির জন্য প্রস্তুত নিচ্ছে কেন্দ্র সরকার এমনটাই দাবি করছে তৃণমূল | তাদের অভিযোগ কেন্দ্র ঘুরপথে রাজ্যে এন আর সি চালু করতে চাইছে | জাতীয় নাগরিকপঞ্জী ডাটা তৈরী করার জন্যই কেন্দ্র সরকারের এই নির্দেশ | এই নতুন ফরমান খুবই ক্ষতিকর, মোদী সরকার গোপনে নাগরিকত্বের সাথে ধর্মের যোগ ঘটাতে চাইছে | তৃণমূলের সাফ কথা, সি এ এ চালু করার পর মোদী সরকার যে এন আর সির পথে হাঁটছে এটা তার সাফ ইঙ্গিত | কেন্দ্রের এই নতুন ফরমানে দত্তক নেওয়া ছেলে মেয়েদের ক্ষেত্রেও পৃথকভাবে ধর্ম উল্লেখ করতে হবে সংক্লিষ্ট দম্পত্তিকে | স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, জন্ম ও মৃত্যু উভয়ক্ষেত্রেই জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরী করা হবে |
জেনে রাখা ভালো, সারা দেশে কেন্দ্র সরকার ১১ মার্চ ২০২৪ সি এ এ (CAA 2019)চালু করে এবং অনলাইন আবেদন শুরু হয়, এর পরেই এন আর সি হবে এই নিয়ে দেশে রাজনীতি শুরু হয় | কিন্তু এন আর সি যে হবেই এটা স্পষ্ট | কারণ যদি এন আর সি হওয়ার সম্ভাবনা না থাকতো তাহলে সি এ এ চালু করার ও নাগরিকত্ব দেওয়ার কোনো মানেই হতো না | লোকসভা ভোটের পরেই কি তাহলে দেশে এন আর সি চালু করবে মোদী সরকার ? কারণ লোকসভা ভোটের পরে দেশে অনলাইন এই প্রথমবার এন পি আর বা জাতীয় জনগণনা (NPR) চালু হবে |