রাজ্যে ৬৫ হাজার নতুন পরিবারে অন্ত্যোদয় রেশন কার্ড দেওয়া হচ্ছে

রাজ্যে অন্ত্যোদয় রেশন কার্ড নিয়ে বড়ো সুখবর দিলো খাদ্যদপ্তর

সবার পছন্দের একটি রেশন কার্ড যেটা সবাই নিতে চায় তা হলো অন্ত্যোদয় রেশন কার্ড | এই রেশন কার্ড থাকলে একটি পরিবার প্রচুর রেশন পেয়ে থাকেন | সেই রেশন কার্ড এখন রাজ্যে প্রায় ৬৫ হাজার পরিবার পেতে চলেছে | আসলে এই রেশন কার্ডের একটি রাজ্য ভিত্তিক কোটা ঠিক করা থাকে, যতক্ষণ এ পর্যন্ত এই কোটা খালি হয় ততক্ষন পর্যন্ত আর বাকি কেউ এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না | তাই কেউ যদি সত্যিকারের প্রাপ্য হয়েও থাকেন, এই রেশন কার্ডের জন্য তবুও এই কার্ড পাওয়া মুশকিল, কারণ কোটা খালি না থাকলে এই কার্ড পাওয়া যায় না |

এই রেশন কার্ডের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় | একমাত্র খুবই অসহায় ও কর্মহীন পরিবার এই কার্ডের জন্য যোগ্য | বেশি দরিদ্র পরিবারগুলি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্ত্যোদয় রেশন কার্ড পেয়ে থাকে | খাদ্যদপ্তর সম্প্রতি একটি বৈঠকে জেলা প্রশাসনগুলিকে এই ধরণের পরিবারগুলিকে চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে | জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন কার্ড গুলির মধ্যে অন্ত্যোদয় গ্রাহকরা বেশি সুবিধা পেয়ে থাকে | অন্ত্যোদয় ছাড়া অন্যদের জন্য মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল-গম বিনা পয়সায় বরাদ্দ থাকে | সেখানে অন্ত্যোদয় পরিবার মাসে ৩৫ কেজি করে চাল-গম বিনা পয়সায় পায় | পরিবারে একজন বা দু’জন সদস্য থাকলেও একই পরিমান রেশন দেওয়া হয় | এর সঙ্গে পরিবার পিছু ৫০০ গ্রাম করে চিনি দেওয়া হয় | চিনির জন্য অবশ্য প্রতি কেজি চিনির জন্য আলাদা করে ১৩ টাকা ৫০ পয়সা হারে দাম দিতে হয় |

খাদ্যদপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখন রাজ্যে অন্ত্যোদয় রেশন গ্রাহক পরিবারের সংখ্যা ১৫ লক্ষ ৮৭ হাজার ৫০৬ জন | এই পরিবারগুলোতে মোট ৫৩ লক্ষ ১৮ হাজার ৮৪৩ জন সদস্য আছে | দেশের প্রতি রাজ্যে কত সংখ্যক মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আসবেন তা ঠিক করে দেওয়া হয়েছিল ২০১৩ সালে | কেন্দ্র সরকার এই কোটা ঠিক করে দেয় | কিন্তু তখন থেকে এখনো এই কোটাতে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখন জানা যাচ্ছে বহু মানুষ বিভিন্ন কারণে মারা যাবার জন্য এই জায়গা ফাঁকা হয়ে যায় | এই সমস্ত ফাঁকা জায়গা পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top