পশ্চিম বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না জানিয়ে দিলেন মমতা

একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন আর একদিকে লোকসভা নির্বাচন এই সব কিছুর যোগসূত্র একটাই বিজেপি | বুধবার মমতা এটাই স্পষ্ট জানিয়ে দিলেন | সিএএ বিজ্ঞপ্তি জারির দিন থেকেই মমতা এই বিষয়ে এর তীব্র আলোচনা করছেন ও বিরোধিতা করছেন | এই আসলে একটি ভাওতা এটি করলে আপনার নাগরিকত্ব ছিনিয়ে নেবে | সিএএ হচ্ছে এন আর সির দিক নিয়ে যাওয়ার এক ধাপ তাই এই খপ্পরে কেউ পা দেবেন না | তিনি আবেদন না করার জন্য পরামর্শ দেন সবাইকে আর বলেন সি এ এর জন্য আবেদন করলেই আপনাকে বিদেশী বলে চিহ্নিত করবে, আপনি অবৈধ হয়ে যাবেন | এটা বিজেপির একটি রাজীনীতি সবাই সাবধান থাকবেন |

লোকসভা নির্বাচনে দু’ তিনটি আসন জেতার জন্য বিজেপি এই খেলা খেলছে | সিএএ তে কোনো লাভ নেই ওরা ভোটের কথা ভেবেই এই রাজনীতি করছে | দেশের নাগরিক হওয়া সত্ত্বেও কেন নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে ? প্রশ্ন মমতার কেন্দ্রের কাছে | আসলে এর বাংলায় এন আর সি করার জন্য আগে থেকেই চোখ কষছে | কেউ এইসব ফেড পা দেবেন না কেও এই পোর্টালে নাগরিকত্বের জন্য আবেদন করবেন না | বিজেপি ভাবছে ভোটের কথা আর আমি ভাবছি মানুষের কথা | আমি বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না,বাংলায় আমি কোনো এন আর সি হতে দেব না |

কারো একজনের যদি নাগরিকত্ব ছিনিয়ে নেয় তাহলে আমি আছি জানিয়ে দিলেন মমতা এই দিন সভা মঞ্চ থেকেই | এই দিন সাধারণ মানুষকে তিনি অভয় দেন বলেন আমি কোনো জমিদার নোই আমি আপনাদের পাহারাদার | আমি যতদিন থাকবো মা-মাটি-মানুষ যতদিন থাকবে চিন্তার কোনো কারণ নেই | আমি জীবন দিয়ে দিবো কিন্তু মানুষের কোনো ক্ষতি হতে দেব না | আমি শেষ রক্ত দিয়ে মানুষের অধিকার রক্ষা করবো | মমতা বলেন সিএএ একটি চক্রান্ত মাত্র আসলে এটি দিয়ে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটি কৌশল | এদিকে কেন্দ্রীয় সরকার বলছে সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেয় না, নাগরিকত্ব দেয় | মমতা মানুষকে ভুল বোঝাচ্ছেন, রাজনীতি করছেন |

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top