লোকসভা ভোটের আগেই বড়ো খবর, দেশে আরো ১১২টি নতুন মেডিক্যাল কলেজ খোলার আবেদন জমা পড়লো | মেডিকেল পঠনপাঠন এবং চিকিৎসকদের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এন এম সি ) সূত্রেই খবর জানা গিয়েছে | এই ১১২টি মেডিক্যাল কলেজের মধ্যে বাংলা থেকে ৮টি কলেজের জন্য আবেদন জমা করা হয়েছে | গত ১৪ মার্চ এই এন এম সি এক নির্দেশনামায় এই কথা জানিয়েছে |
আবার নতুন মেডিকেল কলেজ চালু করার আবেদন ছাড়াও এন এম সি’র কাছে এম বি বি এস আসন বাড়ানোর প্রচুর আবেদন জমা পড়েছে | সারা দেশ থেকে এরকম ৫৮ টি আবেদন জমা পড়েছে এই সংস্থার কাছে | এর মধ্যে সাতটি আবেদন জমা পড়েছে পশ্চিমবাংলা থেকে |
এন এম সি এবং বাংলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর,বাংলায় বর্তমানে ২৯ টি সরকারি এবং ৭ টি বেসরকারি মেডিকেল কলেজ আছে | মোট এম বি বি এস আসন সংখ্যা প্রায় ৫ হাজারের কাছাকাছি | নতুন আটটির আবেদন মঞ্জুর হলে মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে হতে পারে ৪৪ | অন্যদিকে এম বি বি এস আসন বাড়ানোর জন্য বাংলার তিনটি রাজ্য সরকারি (মুর্শিদাবাদ,মালদহ, এবং সাগর দত্ত ), ১ টি কেন্দ্রীয় সরকারি (ই এস আই) এবং তিনটি প্রাইভেট মেডিকেল কলেজ (আইকিউ সিটি, কেপিসি এবং সনকা) – সব মিলিয়ে সাতটি মেডিকেল কলেজ আবেদন জানিয়েছে |
এবার দেখে নেওয়া যাক, বাংলা থেকে যে আটটি সংস্থা মেডিকেল কলেজের জন্য আবেদন জানিয়েছে সেগুলি হলো, এন এম সি সূত্রে খবর, সেগুলি হলো – পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ হাসপাতাল, খড়্গপুরের ডাঃ বি সি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার আই আই টি খড়গপুর), অশোকনগরের এম আর ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ, নিউটাউনের পিকেজি মেডিকেল কলেজ,রানাঘাটের মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড হাসপাতাল, কৃষ্ণ নগরের ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স প্রাইভেট লিমিটেড এবং রঘুনাথ গঞ্জের জাকিন হোসেন মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট | লোকসভা ভোটের আগে হবে না তবে ভোটের পরেই এটা নিয়ে কাজ শুরু হতে পারে বলে আশাবাদী আবেদনপ্রার্থীরা | বাংলায় বহু দিনের দাবি বিভিন্ন জেলায় একটি করে মেডিকেল কলজে |