লক্ষীর ভান্ডারের দ্বিগুন টাকা এপ্রিল মাস থেকেই ঢোকা শুরু হবে

laxmi bhandar

এই মাস থেকেই ভোটের আগেই বড়ো উপহার লক্ষীর ভান্ডার মহিলাদের

আগেই রাজ্য বাজেটে ঘোষণা করেছিল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে এই মাস থেকেই অর্থাৎ এই মাস থেকেই লক্ষীর ভান্ডার প্রাপক মহিলাদের জন্য দুগুণ টাকা ঢোকা শুরু হবে কিন্তু কার এই টাকা পেতে সমস্যা হতে পারে এটাই হলো বড়ো বিষয় | এর জন্য কিছু নিয়ম লক্ষ করলেই আপনি বুজতে পারবেন যে আপনার লক্ষীর ভান্ডার টাকা এই মাসে ঢুকবে কিনা | ২০২১ সাল থেকেই এই রাজ্যে মহিলারা প্রতি মাসে জেনারেল কাস্টের মহিলাদের ৫০০ টাকা ও তপশীল জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের ১০০০ টাকা দেওয়া শুরু করে তৃণমূল সরকার | এখনো পর্যন্ত সরকারি হিসেবে অনুযায়ী রাজ্যে প্রায় ২ কোটির মতো মহিলা লক্ষীর ভান্ডার টাকা পায় |

তা ছাড়াও প্রতি বছর রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প করে লক্ষীর ভান্ডার আবেদন গ্রহণ করা হয়, যাদের বয়স ২৫ বছর হবে তারাই লক্ষীর ভান্ডার আবেদন করতে পারবে | সম্ভবত এই এপ্রিল মাসের প্রথম কয়েকদিনেই এই টাকা সবার ব্যাঙ্কে চলে আসবে | এই মাসে রেকর্ডভাবে ২ কোটি ১৬ লক্ষ ম,মহিলার ব্যাঙ্কে বর্ধিতহারে টাকা পৌঁছাবে | যারা এতো দিন ৫০০ টাকা করে পেতেন তারা এখন ১০০০ টাকা করে পাবেন আর বাকিরা যারা ১০০০ টাকা করে পেতেন তারা ১২০০ টাকা ভাতা পাবেন | অনেকদিন থেকেই রাজ্যের মহিলাদের এই নিয়ে ক্ষোভ ছিল ৫০০ টাকা দেওয়ার জন্য কিন্তু এই মাস থেকেই সেই ক্ষোভের অবসান ঘটলো |

রাজ্যের মহিলারা এই ঘোষণাতে অনেক খুশি বলেই জানিয়েছেন রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী | ২০২৪ সালের মার্চ মাসে লক্ষীর ভান্ডারের জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছিল ১ হাজার ১৮৭ কোটি টাকা ,সেই জায়গায় এপ্রিলে অর্থাৎ এই মাস থেকে রাজ্যের খরচ হবে প্রায় ২ হাজার ২২৮ কোটি টাকা | এখন কথা হলো কারা এই ১০০০ ও ১২০০ টাকা করে পাবে, সবাই এই টাকাটা পাবে, সবার ব্যাঙ্কে ই কে ওয়াই সি থাকতে হবে, ব্যাঙ্কে আধার লিংক থাকতে হবে, আধার কার্ড আপডেট থাকতে হবে অর্থাৎ নিজের আধার কার্ড আপডেট রাখতে হবে | রাজ্যের এক আধিকারিকের কথায়, ‘১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হরে ভাতা প্রদান কিন্তু ব্যাঙ্ক বন্ধ তাই টাকা দেওয়া সম্ভব হয়নি, শোনা যাচ্ছে ২ এপ্রিল থেকে সবার ব্যাঙ্কে টাকা ঢোকা শুরু হচ্ছে ধাপে ধাপে |

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top